সংবিধানের কোন সংশোধনকে ‘first distortion of constitution বলে আখ্যায়িত করা হয়?

  • ৫ম সংশোধন
  • ৪র্থ সংশোধন
  • ৩য় সংশোধন
  • ২য় সংশোধন

চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে গণতন্ত্রকে তিরোহিত করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এক দলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয়। মন্ত্রী পরিষদের ক্ষমতা খর্ব করে সংসদকে একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হয়। বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হয়।