শুদ্ধ বানান কোনটি –

  • পিপিলিকা
  • পিপীলিকা
  • পীপিলিকা
  • পিপিলীকা

শব্দটির মূল বানানেই দ্বিতীয় 'প' তে ঈ-কার আছে। শব্দটির পুং লিঙ্গের সাথে সংস্কৃতের স্ত্রীবাচক আ(টাপ) প্রত্যয় যুক্ত হয়ে 'পিপীলিকা' শব্দটি গঠিত হয়েছে। পিপীলক বা পিপীলিক + আ(টাপ) = পিপীলিকা।