শুদ্ধ বাক্য কোনটি?

  • দুর্বলবশত অনাথিনী বসে পড়ল।
  • দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল।
  • দুর্বলাতাবশত অনাথা বসে পড়ল।
  • দুর্বলবশত অনাথা বসে পড়ল।

অনাথ শব্দের অর্থ সহায়হীন, সম্বলহীন; নিরাশ্রয়। অনাথ শব্দের স্ত্রীলিঙ্গ হলো- অনাথা বা অনাথিনী। তাই অনাথা বা অনাথিনী দুটোই ঠিক। আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসারে শব্দের শেষে বিসর্গ বসে না তাই খ অপশন ভুল। অপরদিকে 'দুর্বল' হলো বিশেষণ- বল বা শক্তি নেই এমন বুঝাতে ব্যবহার হয়। তাই 'তা' প্রত্যয় যোগে বিশেষ্য করে কর্তাস্থানে বসাতে হবে। ফলে পরিশুদ্ধ বাক্যটি হবে- দুর্বলাতাবশত অনাথা বসে পড়ল।