শালবন বিহার অবস্থিত –

  • গাজীপুর
  • মধুপুর
  • রাজবাড়ী
  • কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে

কুমিল্লার পূর্বের নাম ত্রিপুরা, প্রাচীনকালে এ অঞ্চলটি সমতট অঞ্চলে পড়েছিল। কুমিল্লার অনেক দর্শনীয় স্থানের মধ্যে আছে শালবন বিহার, আনন্দ বিহার, ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও যাদুঘর, লালমাই বৌদ্ধ বিহার, লালমাই পাহাড়, ময়নামতি পাহাড়। এছাড়াও আছে ড. আখতার হামিদ খানের বিখ্যাত BARD. গোমতি নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়।