রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরনের নাম কি?

  • মাগধীয় ব্যাকরন
  • গৌড়ীয় ব্যাকরন
  • মাতৃভাষা ব্যাকরন
  • ভাষা ও ব্যাকরন

রাজা রামমোহন রায়ই প্রথম বাঙালি যিনি বাংলা ভাষার প্রথম ব্যকরণ রচনা করেন। এটি ১৮২৬ সালে ইংরেজি ভাষায় প্রকাশিত হয় এবং ১৮৩৩ সালে তিনি “গৌড়ীয় ব্যাকরন” নামে বাংলা অনুবাদ করেন।