যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্তপদের দ্বারা সমাহার বোঝায়, তাকে বলে-

  • দ্বন্দ্ব সমাস
  • রূপক সমাস
  • বহুব্রীহি সমাস
  • দ্বিগু সমাস

সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় এবং সমস্তপদের দ্বারা সমাহার বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিস্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। বিস্তারিত দেখুন দ্বিগু সমাস