যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়,তাকে বলা হয়-

  • অয়নবায়ু
  • প্রত্যয়ন বায়ু
  • মৌসুমি বায়ু
  • নিয়তবায়ু

পৃথিবীর চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয় নিয়ত বায়ু। এই নিয়ত বায়ু তিন প্রকার অয়ন বায়ু - কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু - কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। মেরু বায়ু- মেরু অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে অতি শীতল ও ভারী বায়ু উত্তর গােলার্ধে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। মৌসুমি বায়ু নিয়ে আলাদা পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে।