যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলি হল-

  • লাল-হলুদ-নীল
  • হলুদ-সবুজ-নীল
  • লাল-নীল-সবুজ
  • লাল-কমলা-বেগুনী

নীলস(RGB) = নীল, লাল, সবুজ। বা লাল-নীল (আসমানি)-সবুজ এই রঙ তিনটিকে মৌলিক রঙ বলা হয়। কারণ এই তিনটি রঙের বিভিন্ন পরিমাণের মিশ্রণ থেকে অন্যান্য সকল রঙ তৈরি করা যায়। Red, Green, Blue or Indigo এই তিন রঙের সমপরিমাণের উপস্থিতিতে সাদা রঙের সৃষ্টি হয়, আর তিনটার সবগুলোর অনুপস্থিতিতে কালো রঙ।