“যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন।” ‒ এটি কার উক্তি?

  • সালজার
  • ফ্রাঙ্ক
  • হিটলার
  • মুসোলিনী

অ্যাডলফ হিটলার ( Adolf Hitler ) (১৮৮৯ - ১৯৪৫) অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ নাজি বা নাৎসি পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ সালে সে দেশের ফিউরার নিযুক্ত হন। এ পদ-দুটিতে তিনি ১৯৪৫ সাল পর্যন্ত থাকেন। ফিউরার হল নাজি ডিক্টেটর হিটলারের সম্বোধন, যার অর্থ নেতা। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম মেইন ক্যাম্প (Mein Kamp)। 'যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন'- তার বিখ্যাত উক্তি।