মেসোপটেমিয়ার সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?

  • টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
  • হোয়াংহো নদীর তীরে
  • ইয়াংসিকিয়াং নদীর তীরে
  • নীল নদের তীরে

মেসোপটেমিয়া অর্থ-দুটি নদীর মধ্যবর্তী ভূমি, বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এ সভ্যতা। তুরষ্কের আনাতোলিয়া (আর্মেনিয়া) পর্বতমালা হতে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীদুটির পলিসমৃদ্ধ এই অঞ্চলে এরূপ সভ্যতার বিকাশ ঘটাতে সহযোগিতা করেছিল।