মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে ?

  • 9 নং সেক্টর
  • 10 নং সেক্টর
  • 11 নং সেক্টর
  • 18 নং সেক্টর

১৯৭১ সালের ১০ এপ্রিল জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশের প্রধান সেনাপতি নিযুক্ত হন। যুদ্ধ পরিচালনার সুবিধার্থে তিনি সমগ্র দেশকে প্রথমে চারটি ও পরেরদিন ১১ এপ্রিলে তা সংশোধন করে ১১ টি সেক্টর এবং ৬৪ টি সাব-সেক্টরে ভাগ করেন। ১০নং সেক্টর নিয়ে গঠিত হয় নৌ কমান্ড। এ সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। ছিলনা কোন সদরদপ্তর। এই সেক্টর কর্তৃক পরিচালিত সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও সফল অভিযানের নাম অপারেশন জ্যাকপট।