মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে

  • আলালের ঘরে দুলাল
  • হুতোম প্যাচার নকশা
  • কলিকাতা কমলালয়
  • গাজী মিয়ার বস্তানী

গাজী মিয়াঁর বস্তানী একটি ব্যঙ্গ রসাত্মক উপন্যাস। এটি মীর মোশাররফ হোসেনের কর্মজীবন নির্ভর আত্মজীবনীমূলক উপন্যাস। এখানে তিনি সমাজের বিভিন্ন ত্রুটি বিচ্যূতির উল্লেখ করেছেন।আলালের ঘরে দুলাল-> প্যারিচাঁদ মিত্র হুতোম প্যাচার নকশা -> কালী প্রসন্ন ঘোষ কলিকাতা কমলালয় -> ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়