মানবদেহে রোগ প্রতিরোধের প্রাথমিক প্রতিরক্ষাস্তরের ( First Line Defense )অন্তর্ভূক্ত নয় কোনটি?

  • লাইসোজাইম (LYSOZYME)
  • গ্যাসট্রিক জুস (GASTRIC JUICE)
  • সিলিয়া (CILIA)
  • লিস্ফোসাইট (LYMPHOCYTES)

লিস্ফোসাইট এমন একধরণের টিস্যু যা অস্থি মজ্জা, লিম্ফাটিক সিসটেম ও রক্ত রসে থেকে বিভিন্ন ধরণের সংক্রমণের প্রতিরোধ করে।আমাদের শরীরের ইমিউন সিস্টেম যেকোন Pathogen এর বিরুদ্ধে তিন স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করে। 1. Physical and Chemical Barriers এটি সহজাত প্রতিরোধ ব্যবস্থা যা First line of defense হিসাবে পরিচিত2. Nonspecific Resistance এটিও সহজাত প্রতিরোধ ব্যবস্থা যা Second line of defense হিসাবে পরিচিত। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় প্রতিরোধ ব্যবস্থায় অংশগ্রহণ ।3. Specific Resistance এটি অর্জিত প্রতিরোধ ব্যবস্থা যা Third line of defense হিসাবে পরিচিত Physical Barriers বা শারিরীক বাধা সমূহ চর্ম নাক, মুখ ও খাদ্যনালীর ভিতরের আর্দ্র ত্বকের আবরণ (Mucous) শ্বাসনালীর লোম (Cilia) মুত্র বিসর্জন, মলত্যাগ, বমন Chemical Barriers রাসায়নিক বাধা সমূহ লাইসোজম(Lysozyme)- কান্নার সময় উৎপন্ন এক ধরণের উৎসেচক(Enzyme) পাকস্থলীর গ্যাস্ট্রিক রস লালা মেদ থেকে ক্ষরিত রস (Sebum)