মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে?

  • সনেটে
  • মহাকাব্যে
  • নাটকে
  • পত্রকাব্যে

মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থের সংখ্যা পাঁচটি। তিলোত্তমা সম্ভব- তাঁর প্রথম বাংলা কাব্যগ্রন্থ। মেধনাদবধ- বাংলা সাহিতে প্রথম সার্থক মহাকাব্য। ব্রজাঙ্গনা কাব্য- পাঁচটি কাব্যের মধ্যে শুধু এ কাব্যেই তিনি অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেননি। বীরাঙ্গনা কাব্য- বাংলা সাহিত্যে পত্রাকার কাব্যরচনা প্রথম দেখা যায় বীরাঙ্গনা কাব্যে। চতুর্দশপদী কবিতাবলী এতে প্রায় ১০২ টি সনেট রয়েছে। তাঁর সনেটে দেশ প্রেমের প্রবল প্রকাশ ঘটেছে।