ভৌগলিক ভাবে গুরুত্বপূর্ন যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হল-

  • মূল মধ্যারেখা
  • কর্কটক্রান্তি রেখা
  • মকরক্রান্তি রেখা
  • আন্তজার্তিক তারিখ রেখা

অক্ষাংশ-দ্রাঘিমায় বাংলাদেশের অবস্থান ২০°৩৪' উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮' উত্তর অক্ষরেখা এবং ৮৮°০১' পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমারেখা পর্যন্ত। ২৩°৫' উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি রেখা, ২৩°৫' দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। সে হিসাবে বাংলাদেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা চলেগেছে। মূল মধ্যরেখা যার দ্রাঘিমাংশ শূন্য, লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে গেছে। প্রশান্ত মহা সাগরের উপর দিয়ে (শুধু জলভাগ ) ১৮০° দ্রাঘিমা বরাবর আন্তর্জাতিক তারিখ রেখা গেছে।