‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’-রচয়িতা কে?

  • ভানু বন্দোপাধ্যায়
  • চণ্ডীদাস
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • ভারতচন্দ্র

ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর এর ব্রজবুলি ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে "ভানুসিংহ" ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। ১৮৮৪ সালে সেই কবিতাগুলিই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। তাই বলা হয় তিনি যদি মধ্যযুগে জন্মগ্রহণ করতেন তিনি হতেন বৈষ্ণব কবি।