বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

  • পদ্মাবতী
  • পদ্মগোখরা
  • পদ্মরাগ
  • পদ্মমণি

  1. পদ্মগোখরা- কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ। ফণায় পদ্মচিহ্নযুক্ত গোখরো সাপকে পদ্মগোখরা বলে
  2. পদ্মরাগ- বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস। পদ্মের ন্যায় রাগ বা বর্ণ যার তাকে পদ্মরাগ বলে। বিশেষত এক প্রকার মূল্যবান মণি বা চুনি পাথরকেও পদ্মরাগ বলে।
  3. পদ্মাবতী- হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির 'পদুমাবৎ' অবলম্বনে মহাকবি আলাওল পদ্মাবতী রচনা করেন। মনসাদেবীর অপরনাম পদ্মাবতী এছাড়াও মহাভারতের কর্ণের পত্নীর নামও পদ্মাবতী;
  4. পদ্মাবতী- নামে মাইকেল মধুসূদন দত্তের একটি নাটকও আছে।
  5. পদ্মপুরাণ- পদ্মপুরাণ হল হিন্দু ধর্মের আঠারোটি পুরণের মধ্যে অন্যতম। ধারনা করা হয় পদ্মপুরাণ বিভিন্ন সময়ে বিভিন্ন লেখকদের লেখার একটি সংকলন।