বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?

  • গ্রিসে
  • মেসোপটেমিয়ায়
  • রোমে
  • ভারতে

মেসোপটেমীয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা ৫০০০ খৃষ্টপূর্বে সূচনা হয়ে পরিপূর্ণতা লাভ করে প্রায় খৃষ্টপূর্ব ৩০০০ অব্দে। অধুনা ইরাক, সিরিয়ার উত্তরাংশ, তুরষ্কের উত্তরাংশ এবং ইরানের খুযেস্তান প্রদেশের অঞ্চল গুলোই প্রাচীন কালে মেসোপটেমিয়ার অন্তর্গত ছিল বলে মনে করা হয় ।