বিখ্যাত সাধক শাহ সুলতান বলখিল মাজার কোথায়-

  • মহাস্থানে
  • শাহজাদপুরে
  • নেত্রকোনায়
  • রামপালে

শাহ সুলাতান বলখী বা শাহ সুলতান বলখী মাহিসাওয়ার ১৪শ শতাব্দির মুসলিম ধর্ম প্রচারক। তিনি মধ্য এশিয়ার বল্লখ রাজ্যের সম্রাট ছিলেন। সুলতান বলখী ১৪শ শতাব্দীতে পুন্ড্রবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পুন্ড্রবর্ধন জয় করেন। রাজ্য ছেড়ে দরবেশ হওয়া এই বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর(রাহঃ) এর মাজার ও বেহুলা-লখিন্দরের বাসর ঘর প্রাচীন পুন্ড্র নগরে বা বর্তমান বগুড়া জেলার মহাস্থান গড়ে অবস্থিত।