বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?

  • ১৭০০ সালে
  • ১৭৬৫ সালে
  • ১৭৬২ সালে
  • ১৭৯৩ সালে

লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার প্রবর্তন করেন। এ ব্যবস্থ্যায় বার্ষিক একটি নির্দিষ্ট পরিমাণ খাজনার বিনিময়ে জমিদারগণ চিরস্থায়ীভাবে জমির মালিকে পরিণত হন। কোন জমিদার খাজনা দেওয়ার নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে খাজনা দিতে অসমর্থ হলে, সূর্যাস্ত আইন বলে তার জমিদারি নিলামে বিক্রি হত। লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত সরকারি চাকরির বিধানাবলি পরবর্তিতে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে প্রচলিত হয়।