বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?

  • কেশব চন্দ্র সেন
  • গিরিশ চন্দ্র সেন
  • মাওলানা মনিরুজ্জামান ইসলামবাদী
  • মাওলানা আকরাম খা

ভাই গিরিশচন্দ্র সেন কোরান শরীফের প্রথম অনুবাদক। অনুবাদে ভুল হলে 'পাপ হবে' এই কারণে মুসলিম মনিষীগণ কোরান অনুবাদে বিরত থাকেন। কিন্তু গিরিশচন্দ্র সেন সে ভার নিয়ে কোরান অনুবাদ করেন। তাজকেরাতুল আউলিয়া (তাপসমালা নামে) সহ তিনি আরও অনেক ইসলামী গ্রন্থের অনুবাদক। অপরদিকে গিরিশচন্দ্র ঘোষ একজন বিখ্যাত নাট্যকার। তার বিখ্যাত ঐতিহাসিক নাটক 'কালাপাহাড়'।