বাংলাদেশে চীনামাটির সন্তান পাওয়া গেছে-

  • বিজয়পুরে
  • রানীগঞ্জে
  • টেকের হাটে
  • বিয়ানী বাজারে

White Clay বা সাদা মাটি- এর আরেক নাম চীনা মাটি। চীনারা প্রথম এই মাটি ব্যবহার করে বলে এর এরূপ নাম হয়েছে। চীনামাটি সিরামিক শিল্প কারখানাগুলিতে ব্যবহূত হয়ে থাকে, বিভিন্ন ধরনের বাসন-কোসন ও পাত্র তৈরিতে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূ-পৃষ্ঠে অথবা অন্তর্ভূ-পৃষ্ঠে (subsurface) চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে। এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ-পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে।