বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?

  • ৪২
  • ২৫ (৭)
  • ২৮ (৪)
  • ৪০ (৩)

বাংলাদেশের সংবিধানের ২৮ নং অনুচ্ছেদ ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য বিষয়ক- এতে বলা আছে- (১) রাষ্ট্র কোন নাগরিকের প্রতি কোন বৈষম্য করতে পারবে না। (২) নারী পুরুষের সমান অধিকার। (৩) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন বৈষম্য করা হবে না। (৪) রাষ্ট্র নারী বা শিশুদের অনুকূলে কিংবা অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন করতে পারবে।