বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি –

  • মেঃ জেঃ জিয়াউর রহমান
  • মেঃ জেঃ সফিউল্লা
  • লেঃ জেঃ এইচঃ এমঃ এরশাদ
  • জেনারেল আতাউল গণি ওসমানী

১৭ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশের অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়। ঐদিনেই নবগঠিত রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে কর্নেল এম এ জি ওসমানী এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ পদে কর্নেল আব্দুর রবের নাম ঘোষণা করা হয়। মুজিব নগর সরকারকে ক্যাপ্টেনমাহবুবউদ্দিনের (এসডিপিও) নেতৃত্বে আনসার বাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করে।