বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কী?

  • দিলারা হাশেম
  • রাজিয়া খান
  • রিজিয়া রহমান `
  • সেলিনা হোসেন

‘বটতলার উপন্যাস' প্রখ্যাত ঔপন্যাসিক রাজিয়া খানের লেখা। এ উপন্যাসে মঈন নামক কেন্দ্রীয় চরিত্রের আত্মকথনের মধ্য দিয়ে '৪৭-এ দেশবিভাগের পরবর্তী সময়ের এই উপমহাদেশের সমাজ, সময় ও রাষ্ট্রের জটিল ও দ্বন্দময় ঘাত-সংঘাত তুলে ধরা হয়েছে। এটি একটি সার্থক ট্রাজিক উপন্যাস। রাজিয়া খানের উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস অনুকল্প, হে মহাজীবন, দ্রৌপদী ইত্যাদি।