প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন-

  • প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
  • আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
  • সুখ, ভালোত্ব ও প্রেম
  • প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ ও সুখ ও ন্যায়

প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন প্লেটো ‘সাদগুন’ বলতে বুজিয়েছেন প্রজ্ঞা, সাহস, আত্ম নিয়ন্ত্রণ ও ন্যায় কে। প্লেটো মানুষকে তিনটি ভাগে ভাগ করেছেন। প্লেটোর মতে প্রতিটি ব্যক্তির মধ্যে তিন ধরনের উপাদান রয়েছে, যেমন (১) প্রজ্ঞা (২) সাহস ও (৩) প্রবৃত্তি । ব্যক্তি জীবনের এই তিন ধরনের অবস্থার সমন্বয় বিভিন্নব্যক্তির মধ্যে বিভিন্নভাবে ঘটে থাকে। যেমন, কারও মধ্যে প্রজ্ঞার মাত্রা অধিক, আবার কারও মধ্যে প্রবৃত্তির মাত্রা অধিক। আবার কারও মধ্যে সাহসের মাত্রা বেশী। এমতাবস্থায় ব্যক্তির জীবনের তিনটি অবস্থার হেরফের রাষ্ট্রীয় জীবনে তিনটি শ্রেণী তৈরী করে যাকে, যথা (১) প্রজ্ঞা বিশিষ্টরা দার্শনিক শ্রেণীভুক্ত (২) সাহসীরা যোদ্ধা শ্রেণী ও (৩) প্রবৃত্তির দ্বারা পরিচালিতরা কৃষক বা উৎপাদক শ্রেণীভুক্ত। ব্যক্তি জীবনের যখন বিক্রম ও প্রবৃত্তি প্রজ্ঞার দ্বারা পরিচালিত হয়, তখন ঐ ব্যক্তির জীবনে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরা হয়।