প্রোষিতভর্তৃকা-শব্দটির অর্থ কী?

  • ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
  • ভূমিতে প্রোথিত তরুমূল
  • যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে।
  • যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে।

যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। যে নারী চিরকাল পিতার গৃহে থাকে= চিরন্টী যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা। যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা। যে নারীর পাঁচ স্বামী= পঞ্চভর্তৃকা । আরও দেখুন - 'নারী' শব্দ বিষয়ক এক কথায় প্রকাশ