পৃথিবীর ঘুর্ননের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না-

  • মহাকর্ষ বলের জন্য
  • মাধ্যাকর্ষন বলের জন্য
  • পৃথিবীর সংঙ্গে আমাদের আবার্তনের জন্য
  • আমরা স্থির থাকি, এ জন্য

এই মহাবিশ্বের যেকোন দুটি বস্তুর মধ্যে ( হতে পারে শুক্র গ্রহ ও সূর্যের মধ্যে) যে আকর্ষণ বল কাজ করে, তাকে মহাকর্ষ বলে। দুটি বস্তুর একটি যদি হয় পৃথিবী তখন যে বল কে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বল বলে। এই মাধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবীর উপরস্থ যেকোন বস্তুকে পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে টানে। আর এ কারণে পৃথিবী ঘুরলেও আমরা মহাকাশে ছিটকে পড়ি না।