‘পূর্ববঙগ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

  • দীনেশচন্দ্র সেন
  • দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  • হরপ্রসাদ শাস্ত্রী
  • চন্দ্রকুমার দে

১৯১১ সালে দীনেশচন্দ্র সেন এর সুবিখ্যাত গ্রন্থ “হিস্ট্রি অব বেঙ্গলি লিটেরেচার” প্রকাশিত হলে তা সর্বমহলের ভূয়সী প্রশংসা অর্জন করে। তাঁরই সুযোগ্য সম্পাদনায় চন্দ্রকুমার দে কর্তৃক সংগৃহীত ‘মৈমনসিংহ গীতিকা’ এবং ‘পূর্ববঙ্গ গীতিকা’ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।