পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?

  • আবু ইসহাক
  • রবি ঠাকুর
  • শরত্‍চন্দ্র চট্টোপাধ্যায়
  • কাজী নজরুল ইসলাম

রাজনৈতিক পটভূমিতে লেখা শরত্‍চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস 'পথের দাবি'। যা তৎকালীন বৃটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। তাঁর অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে- বড়দিদি, বিরাজবৌ, পন্ডিতমশাই, পল্লী-সমাজ, চন্দ্রনাথ, শ্রীকান্ত-(প্রথম পর্ব-চতুর্থ পর্ব) দেবদাস, চরিত্রহীন, দত্তা, গৃহদাহ, বামুনের মেয়ে, দেনা পাওনা, নব-বিধান, পথের দাবী, শেষ প্রশ্ন, বিপ্রদাস, শুভদা।