নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

  • করব
  • করেছি
  • করছিলাম
  • করছি

এই প্রশ্নটি দ্বারা PSC কী বুঝাতে চাইছে আল্লাহ মালুম। বাংলা ভাষায় যৌগিক কাল বলতে কী আছে ব্যাকরণবিদগণ ভালো বলতে পারবেন। তবে- একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন ক. তাগিদ দেওয়া অর্থে : ঘটনাটা শুনে রাখ। খ. নিরন্তরতা অর্থেঃ তিনি বলতে লাগলেন।