নিচের কোনটি জ্বীবাশ্ম জ্বালানী নয়-

  • পেট্রোলিয়াম
  • কয়লা
  • প্রাকৃতিক গ্যাস
  • বায়োগ্যাস

শক্তির অতিপরিচিত উৎস হল কয়লা, খনিজ তেল, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। এদের বলা হয় জীবাশ্ম জ্বালানি। কারণ প্রাণী ও উদ্ভিদ( জীব ) মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা রূপান্তরিত হয় কয়লা, তেল, বা প্রাকৃতিক গ্যাসে। অপরদিকে বায়োগ্যাস বাড়িতেই গোবর / বিষ্ঠা ও অন্যান্য আবর্জনা থেকে গাজন প্রক্রিয়ায় তৈরি করি।