‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • দুঃ+লোক
  • দিব্+লোক
  • দ্বি+লোক
  • দি+লোক

এটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। যদিও এখানে কোন নিয়ম খাটে না, তবুও নিচের মত করে পড়লে মনে রাখা সহজ হবে, অন্তস্থ ব্‌ = উ+অ , অন্তস্থ য = ই+অ, দিব্‌ = দ্‌+ই+উ+অ > দ্‌+ই+অ+উ > দ্য+উ> দ্যু দিব্+লোক=দ্যুলোক।