তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল – এটি কোন বাক্য?

  • সরল
  • মিশ্র বা জটিল
  • যৌগিক
  • সংযুক্ত

যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। এ বাক্যগুলো তে,যা-তা, যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যেমন-তেমন,যেইনা-অমনি, যেহেতু-সেহেতু/সেজন্য, যদি-তবে, সে-যে, যখন-তখন, যদিও, তাহলে, তাহা হইলে ইত্যাদি যুক্ত থাকে। কবিতার এই বাক্যটিতে "যেহেতু-সেহেতু/সেজন্য" লেখা না থাকলেও, বোঝা যাচ্ছে যে বাক্যটিতে এই সংযোজক অব্যয়টি ব্যবহৃত হয়েছে।