ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন-

  • শায়েস্তা খান
  • নবাব সলিমুল্লাহ
  • মির্জা আহম্মেদ খান
  • খান সাহেব আবুল হাসানাত

তারা মসজিদ পুরাতন ঢাকার আরমানিটোলার আবুল খয়রাত রোডে অবস্থিত। আদি তারা মসজিদের কোনো তারিখযুক্ত শিলালিপি নেই। তবে জানা যায় যে, তারা মসজিদটি মির্জা আহম্মেদ খান নির্মাণ করেছিলেন। তাই অনেকে মসজিদটিকে মির্জা সাহেবের মসজিদ বলেও অভিহিত করে থাকেন। মির্জা গোলাম পীরের মৃত্যু হয় ১৮৬০ সালে; তাই এ মসজিদের নির্মাণকাল উনিশ শতকের প্রারম্ভে ছিল বলে প্রতীয়মান হয়। বৃত্তাকার শ্বেত-শুভ্র গম্বুজগুলিতে বসানো হয়েছে নীল রঙের অসংখ্য তারা বা নক্ষত্র। সমগ্র নকশায় সর্বাধিক প্রাধান্য পেয়েছে তারার ‘মোটিফ’; তাই মসজিদটি তারা মসজিদ নামে খ্যাত।