ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-

  • ভাষাতত্ত্ববিদ
  • সাহিত্যের ইতিহাস রচয়িতা
  • ইসলাম প্রচারক
  • সমাজ সংস্কারক

অসামান্য প্রতিভাধর ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন সুপণ্ডিত ও ভাষাবিদ। তিনি ছিলেন মুক্তবুদ্ধির অধিকারী। প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরূহ ও জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণে তিনি অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা এবং বাংলা ভাষার ব্যাকরণ, ভাষা ও সাহিত্য তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। তাঁর অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’।