‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসে?

  • হুতোম পেঁচার নকশা
  • আলালের ঘরের দুলাল
  • সধবার একাদশী
  • বুড়োশালিকের ঘাড়ে রোঁ

আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস। প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর ১৮৫৭ সালে এটি রচনা করেন। কলকাতার সমকালীন সমাজ এর প্রধান বিষয়বস্তু। উচ্চবিত্ত ঘরের আদুরে সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবনাচার এতে বর্ণিত হয়েছে। ‘ঠকচাচা’ এর অন্য একটি প্রধান চরিত্র। অন্যান্য চরিত্রের মধ্যে বাঞ্চারাম ও বাবু রাম বাবু।