জলজ উদ্ভিদ অনেক ভাসতে পারে কারন-

  • এরা অনেক ছোট হয়
  • এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
  • এরা পানিতে থাকে
  • এদের পাতা অনেক কম থাকে

তিন প্রকার সরল টিস্যুর এক প্রকার হলো প্যারেনকাইমা। এ টিস্যুর কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ দিয়ে গঠিত। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে। যখন বড় বড় বায়ুকুঠুরিযুক্ত থাকে তখন এগুলোকে অ্যারেনকাইমা বলে। পানিতে বসবাসকারী উদ্ভিদে এ টিস্যুগুলো দেখা যায়। এ কুঠুরিগুলো বায়ুপূর্ণ থাকার কারণে জলজ উদ্ভিদ ভেসে থাকতে পারে।