চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো-

  • চাঁদ মুখের ন্যায়
  • চাঁদের মত মুখ
  • চাঁদ মুখ যার
  • চাঁদ রূপ মুখ

সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয়(যাকে তুলনা করা হচ্ছে) পদের সাথে উপমানের(যার সাথে তুলনা করা হচ্ছে) যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে (এ ক্ষেত্রে সাধারণ গুণটিকে অনুমান করে নেওয়া হয়) এ সমাসে উপমেয় পদটি পূর্বে বসে। এখানে সমস্যমান পদগুলো বিশেষ্য দ্বারা গঠিত হয়। যেমন – মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ