‘চন্দ্রাবতী’ কী?

  • নাটক
  • কাব্য
  • পদাবলী
  • পালাগান

‘চন্দ্রাবতী’ কাব্য রচনা করেছেন আরাকান রাজ্যের মন্ত্রী, আলাওলের পৃষ্ঠপোষক ও আরাকান রাজসভার প্রথম বাংলা কবি- কোরেশী মাগন ঠাকুর সতেরো শতকে রচনা করেন। অপরদিকে ‘চন্দ্রাবতী ও জয়চন্দ্র’ নয়ানচাঁদ ঘোষ রচিত পালাগান। অপর দিকে দ্বিজ বংশীদাসের কন্যা চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি।