গুরুচন্ডলী দোষমুক্ত কোনটি?

  • শবপোড়া
  • মড়াদাহ
  • শবদাহ
  • শবমড়া

শব ও দাহ দুটি সাধু ভাষার শব্দ অপরদিকে 'মড়া' ও 'পোড়া' এ শব্দদুটি চলিত ভাষার। সঠিক হবে 'শবদাহ' বা 'মড়াপোড়া'। একই কারণে 'ঘোড়ার শকট' বা 'অশ্বগাড়ি' গুরুচণ্ডালী দোষে দুষ্ট। সঠিক হবে 'ঘোড়ার গাড়ি' বা 'অশ্বশকট'।