ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?

  • অবকাঠামোগত
  • প্লাটফর্মভিত্তিক
  • সফটওয়্যার
  • উপরের সবগুলো

ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল তিন ধরনের। যথা: (i) অবকাঠামোগত সেবা, (ii) প্ল্যাটফর্মভিত্তিক সেবা, (iii) সফটওয়্যার সেবা। ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয় নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়্যার ভাড়া নেওয়া। ২০০৬ সালে বিখ্যাত অ্যামাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।