ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-

  • বিভক্তি
  • ধাতু
  • প্রত্যয়
  • কৃৎ

√চল্+অন্ত=চলন্ত (চলমান) , √লিখ্+ইত= লিখিত (যা লেখা হয়েছে) । এখানে চল্ ও লিখ্ দুটি ক্রিয়ামূল । এদেরকে ক্রিয়া প্রকৃতি/ক্রিয়ামূল বা ধাতু ও বলা হয় । কেননা এইমূল অংশগুলো দ্বারা কোন না কোন কাজ বুঝায়।