কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়?

  • প্রথম ১০ টি
  • প্রথম ৪ টি
  • প্রথম ৬ টি
  • প্রথম ৫ টি

বঙ্গবিভাগের পর পূর্ব ও পশ্চিম বাংলাকে একীভূত করার প্রতীক হিসাবে গানটি রচিত। বাংলা ১৩১২ সালে সর্বপ্রথম ‘বঙ্গদর্শন’ পত্রিকায় ‘ আমার সোনার বাংলা’ গান হিসাবে প্রকাশিত হয়। এটি ‘স্বরবিতান’ কাব্যগ্রন্থের ‘স্বদেশ’ শীর্ষক প্রথম গীত। পঁচিশটি চরণের সমন্বয়ে এটি রচিত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে প্রথম দশ চরণ গাওয়া হয়। উৎসব বা অনুষ্ঠানাদিতে যন্ত্রসঙ্গীতের সুরে প্রথম চার লাইন বাজান হয়। গানটির ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। এটি ২০০৬ সালে বিবিসির শ্রোতা জরিপে শ্রেষ্ঠ গান নির্বাচিত হয়।