কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়?

  • তিনিই সমাজের মাথা
  • মাথা খাটিয়ে কাজ করবে
  • লজ্জায় মাথা কাটা গেল
  • মাথা নেই তার মাথা ব্যাথা

মাথা শব্দের কিছু ভিন্নার্থে প্রয়োগ-মেধা, বুদ্ধি অর্থে – মাথা খাটিয়ে কাজ কর। আগা অর্থে – গাছের মাথায় পাখিরা বাসা করেছে। শ্রেষ্ঠ অর্থে – বৃদ্ধিজীবীরা দেশের মাথা মস্তক, শির অর্থে – অন্যায়ের কাছে কখনোই মাথা নোয়াবে না। শিরঃপীড়া অর্থে – হঠাৎ করে খুব মাথা ধরেছে। ফাঁকি দেওয়া অর্থে – কার মাথায় হাত বুলিয়েছ? প্রধান : তিনি এ গাঁয়ের মাথা। প্রণাম : ‘ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।’ সংযোগস্থলে : রাস্তার চৌমাথায় আমাদের বাড়ি। পরিশ্রমে : শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে। বুঝতে পারা : অঙ্কটি আমার মাথায় ঢুকছে না।