কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট?

  • মিয়ানমার
  • চীন
  • সিঙ্গাপুর
  • ব্রুনাই

মিয়ানমার ১৯৪৮ সালের ৪ জানুয়ারি যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। মিয়ানমারের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নাম House of the Union. এর উচ্চকক্ষের নাম House of Nationalities (168+56=224) এবং নিম্নকক্ষের নাম House of Representatives(330+110=440) । মিয়ানমারের সংবিধান অনুযায়ী সংসদের এক-চতুর্থাংশ আসন অর্থাৎ ২৫ পার্সেন্ট আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। তাই সেনাবাহিনীর জন্য যথাক্রমে ৫৬টি ও ১১০টি আসন সংরক্ষিত।