কোন দেশটি ‘আসিয়ান’ (ASEAN) জোটভুক্ত নয়?

  • মালয়েশিয়া
  • থাইল্যান্ড
  • ইন্দোনেশিয়া
  • দক্ষিণ কোরিয়া

আসিয়ান ৮ আগস্ট, ১৯৬৭ তারিখে গঠিত হয়, আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি- ইন্দোনেশিয়া (Indonesia), মালয়েশিয়া, ফিলিপাইন(Philippines), সিঙ্গাপুর(Singapore) , থাইল্যান্ড(Thailand). এরপর বিভিন্ন সময়ে আসিয়ানে আরও পাঁচটি রাষ্ট্র যোগ দেয়, পরে যোগ দেওয়া রাষ্ট্রগুলো হল- ব্রুনাই, কম্বোডিয়া(Cambodia), লাওস(Laos), মিয়ানমার, ও ভিয়েতনাম। জাপান, দক্ষিণ কোরিয়া আসিয়ানের সদস্য নয়। সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে স্বল্প ট্যারিফে বাণিজ্য করার জন্য আফটা(AFTA) চুক্তি সই করে।