কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?

  • $
  • #
  • &
  • @

ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হলাে বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। অ্যাট চিহ্ন প্রত্যেকটি SMTP- ই মেইলের অত্যাবশ্যকীয় অংশ অথবা, ই-মেইল ঠিকানা দুইটি অংশে বিভক্ত। প্রথম অংশটি হলাে ব্যবহাকারীরর নাম। তার পরে থাকে সংশ্লিষ্ট ব্যবহাকারীর প্রতিষ্ঠানের নাম। যেমন: example@gmail.com-এই ঠিকানাটিতে example হলাে ব্যবহারকীরর নাম, gmail.com হলাে ব্যবহাকারীর মেইল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের নাম google।