কোনটি শামসুর রাহমানের রচনা?

  • নিরন্তর ঘণ্টাধ্বনি
  • নির্জন স্বাক্ষর
  • নিরালোক দিব্যরথ
  • নির্বাণ

নিরন্তর ঘণ্টাধ্বনি (উপন্যাস) সেলিনা হোসেন। নির্জন স্বাক্ষর (উপন্যাস) বুদ্ধদেব বসু। নিরালোক দিব্যরথ (কাব্যগ্রন্থ) শামসুর রাহমান। নির্বাণ- নির্বাণ হলো বৌদ্ধ ধর্ম মতানুসারে সাধনার চরম পরিণতি বা পরম প্রাপ্তি।