কোনটি তদ্ভব শব্দ?

  • চাঁদ
  • সূর্য
  • নক্ষত্র
  • গগন

যে সকল সংস্কৃত শব্দ প্রাকৃতের মাধ্যেম পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে তাদেরকে তদ্ভব শব্দ বলে। সংস্কৃত 'চন্দ্র' থেকে পালি 'চন্দ' সেখান থেকে প্রাকৃতের 'চংদ' হয়ে বাংলায় 'চাঁদ'। 'চন্দ্র' শব্দের উষ্ম ধ্বনি 'ন', 'চাঁদ'-এ চন্দ্রবিন্দু হিসাবে বসেছে। সূর্য, নক্ষত্র , গগন তিনটিই সংস্কৃত শব্দ।